১নং চরতী ইউনিয়নে রাতে এক লাশের সন্ধান পায় স্হানীয় এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে স্হানীয়রা। সে অবস্থায় লোকটি মৃত ছিলো।
১নং চরতী ইউনিয়ের ৪নাম্বার ওয়াডের দক্ষিণ কেশুয়া মোঃ দেলোয়ার হোসাইনের পুত্র মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ছগিরের ভাগিনা
স্হানীয়রা সুত্রে জানা যায় যে ভোর রাতে তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে তাকে নিজ বাড়ি নিয়ে আসেে। দেখতে আচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ রেজাউল করিমে আরো ছিলেন চরতী ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুস্তাকিম চৌধুরী আরো অনেক মান্যগণ্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন
এখনো পর্যন্ত কোনো সঠিক সন্ধান পাওয়া য়ায় নি