পলাশ আহামেদ :বাঘা উপজেলা প্রতিনিধি
রাতের অন্ধকারে রাজশাহীর বাঘা উপজেলার মহিদীপুর গ্রামে ২৩ টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা,
ক্ষতিগ্রস্ত বাগান মালিক হেলালপুর বলিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল খালেক রেন্টু বলেন, পূর্ব শত্রুতার জেরেই কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ করার কথা জানায় ক্ষতিগ্রস্তরা।
রাজশাহীর বাঘা উপজেলার মহিদীপুর গ্রাম। রাতের আঁধারে ২৩টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।রাজশাহীর বাঘা উপজেলার মহিদীপুর গ্রামে এ ঘটনা ঘটছে।
সকালে এলাকাবাসী খবর দিলে নিজের বাগানে গিয়ে হতভম্ব হয়ে যান তারা বাগান মালিক এবং হেলালপুর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল খালেক রেন্টু । প্রায় এক ৩০হাজার টাকা খরচ করে বাগানে আম্রপালি গাছের চারা রোপণ করেছিলেন তারা। ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়টিকে ন্যাক্কারজনক বলে এলাকাবাসীরা জানান, সাত ১ বছরের আম রূপালী গাছ কাটা হয়েছে। যেগুলো সাত থেকে আম প্রতিবছর পাওয়া যেত। যারা এ কাজটি করেছেন; তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক