কবি আঃ সাত্তার
‘
কাটল মোর শিশুকাল
ভোর বেলাতে হায়!
খেলার ছলে পেরিয়ে গেল
মায়ের কোলে প্রায়।
যৌবন এলো দুপুরবেলা
স্বপ্ন ঘেরা রঙ্গের খেলা,
হুশ হারা এক পথিক সেজে
চলেছি ছুটে কালবেলা।
বিকাল বেলা অস্তরাগে
দাঁড়িয়ে আছি নদীর পাড়ে,
হারিয়ে গেছে সব কিছু মোর
বেলা শেষে অন্ধকারে।
ষাট্টি বছর কেমন করে
কাটিয়ে গেল এক নিমিষে,
সময় খানি পাগলা ঘোড়া
হায়রে জীবন ভোগ বিলাসে।
এমনি করে কখন যেন
এসে গেছি সেই খানেতে,
অদৃশ্যের এক ডাক শুনেছি
যেতে হবে বাঁশ তলাতে।