( রাসেল আহমেদ সাগর )
আদম স্যার সুন্দর মানুষ
সত্যি কথা ভাই
তাহার মতো ভালো শিক্ষক
আক্কেলপুর কলেজে নাই।
দেখতে যেমন সুন্দর তিনি
তেমনি সুন্দর কথা,
খুব সহজেই বোঝাতে পারেন
নানান জটিলতা।
যেমন তিনি বন্ধুময়ী
তেমন আচার-ব্যবহার,
নেই মনে তার বিন্দু মাত্র
গর্ব -অহংকার।
দোয়া করি সারাজীবন
ছড়াক জ্ঞানের আলো,
আল্লাহ যেন সবসময়
রাখেন তারে ভালো।